রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে ৯ জনের মৃত্যু

প্রকাশিতঃ 12:26 pm | August 18, 2021

কালের আলো সংবাদদাতা:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার থেকে বুধবার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন এবং মেহেরপুরের একজন রয়েছেন।

মৃতদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ এবং পাঁচজন উপসর্গ নিয়ে মারা যান।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ২৬১ জন।

৬৪৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৩২ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ১১ দশমিক ৪১ শতাংশ সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কালের আলো/আরএস/এমএইচএস