মারা গেলেন আগুনে দগ্ধ আজিজুল

প্রকাশিতঃ 1:42 pm | October 13, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর উত্তরখানের গ্যাসের লাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ আজিজুল মারা গেছেন। শনিবার ভোর চারটার দিকে লাগা ওই আগুনে মোট আটজন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন আজিজুলও।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান তিনি। আজিজুলের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জানা গেছে, উত্তরখানের হেলাল মার্কেটের পাশে ১১০/এ নম্বর তৃতীয় তলার বাড়ির নিচতলায় পোশাক কারাখানায় কাজ করা তিনটি পরিবার এক বাসায় ভাড়া থাকতো। রাতে গ্যাসের পাইপ লিকেজ থেকে বাড়িটিতে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোর চারটার দিকে রান্না করতে গেলে আগুন ধরে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। এতে আটজন দগ্ধ হন। পরে তাদের দ্রুত ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধদের মধ্যে ডাবলুর শরীরের ৬৫ শতাংশ, আজিজুলের ৯৯ শতাংশ, আনজুর ৬ শতাংশ, আবদুল্লার ১২ শতাংশ, মুসলেমার ৯৮ শতাংশ, পুর্ণিমার ৮০ শতাংশ, সুপ্রিয়ার ৯৯ শতাংশ এবং সাগরের ৬৬ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে আজিজুল মারা যান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার ঢাকাটাইমসকে বলেন, ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালের আলো/ওএইচ