নাসার বিরুদ্ধে মামলা করছে বেজোসের ব্লুঅরিজিন

প্রকাশিতঃ 10:20 pm | August 18, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

চাঁদের অবতরণ যান নির্মাণ নিয়ে স্পেসএক্সের সঙ্গে নাসার দুইশ’ ৯০ কোটি ডলারের একক চুক্তির বিরোধীতা করে মার্কিন আদালতে মামলা করেছে জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিন।

তহবিল ঘাটতির কারণে গত এপ্রিলে প্রত্যাশা অনুযায়ী দুটির পরিবর্তে একটি সংস্থার সঙ্গে চুক্তি করে নাসা। আর সে সংস্থাটিই স্পেসএক্স। মামলা নিয়ে নাসা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে চুক্তিটি ফেডারেল নিয়ন্ত্রকের অনুমোদন পেয়েছে।

বিবৃতিতে ব্লু অরিজিন জানায়, স্পেসএক্সের সঙ্গে যে প্রক্রিয়ায় চুক্তি হচ্ছে, সেই ত্রুটিগুলো ধরিয়ে দেয়ার প্রচেষ্টা থেকেই এই মামলা করা হচ্ছে। গত এপ্রিলে স্পেসএক্সের সঙ্গে ২৯০ কোটি মার্কিন ডলারের হিউম্যান ল্যান্ডিং সিস্টেম (এইচএলএস) নামের ওই চুক্তিটি করা হয়।

ব্লু অরিজিন বলেছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ক্রয়ের ক্ষেত্রে চিহ্নিত সমস্যাগুলো দূর করতে হবে এবং তা ন্যায্য হতে হবে। এ ছাড়া প্রতিযোগিতা সৃষ্টিসহ চাঁদ থেকে নিরাপদে ফেরার বিষয়টি নিশ্চিত করতে হবে।

এদিকে নাসা এক বিবৃতিতে বলেছে, তারা মামলার বিষয়ে অবগত এবং মামলাটি পর্যালোচনা করছে। স্পেসএক্সের সঙ্গে এই চুক্তির ফলে ২০২৪ সাল নাগাদ চাঁদের বুকে নভোচারীদের পৌঁছে দেয়া হবে।

কালের আলো/আরএস/এমএইচএস