‘পিলখানার হত্যাকারীদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে বিএনপির একটি অংশ’

প্রকাশিতঃ 5:19 pm | October 13, 2018

কালের আলো প্রতিবেদক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একুশে আগস্টের গ্রেনেড হামলাকরীদের মত ২৫শে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকারীদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে বিএনপির একটি অংশ।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে সেতুর নির্মাণ কাজ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ডা. জাফরউল্লাহ চৌধুরী বিএনপিরই লোক, তাই সেনাপ্রধানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শালীনতা বজায় রেখে কথা বলার আহবান জানান ওবায়দুল কাদের।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।