সরকারি-বেসরকারি সব ব্যাংকই ভালো অবস্থানে আছে: অর্থমন্ত্রী
প্রকাশিতঃ 7:17 pm | August 19, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
সরকারি ও বেসরকারি মালিকানাধীন সব ব্যাংকই এখন ভালো অবস্থানে আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেছেন, বর্তমানে ব্যাংক সেক্টর ভালো অবস্থানে এসেছে। আগে সরকারি ব্যাংকগুলো সরকার থেকে টাকা নিয়ে রিফাইন্যান্সিং করে চলতো। গত দু-তিন বছর ধরে এটি আর নেই, পরিবর্তন হয়েছে। এখন রিফাইন্যান্সিং করার কোনো ব্যবস্থা নেই।
অর্থমন্ত্রী বলেন, সরকারি ব্যাংকগুলোকে সুস্পষ্টভাবে আমরা বলে দিয়েছি আপনাদের অর্থ অর্জন করতে হবে, আয় করতে হবে। নিজেরাই আয় করে ব্যয় করতে হবে। সেটিও তারা করে যাচ্ছে। সুতরাং সরকারি ব্যাংক ও বেসরকারি ব্যাংক সবাই একটু ভালো অবস্থানে আছে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনারা জানেন প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোর আগে কী অবস্থা ছিল। এ বছর তাদের ব্যালেন্স শিট দেখলে খুব হেলদি ব্যালেন্স শিট দেখতে পাবেন। বেশিরভাগ ব্যাংকেরই ব্যালেন্স শিট ভালো। নানাভাবে তারা ডিভিডেন্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন।
তিনি বলেন, আমাদের দেশের মতো ইনফ্লেশন রেট খুব কম দেশে পাওয়া যাবে। বিশ্বের কোথাও কোনো ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পাওয়া যায় না বরং টাকা রাখলে ইন্টারেস্ট দিতে হয়। আমাদের দেশের লোকজন যারা বিদেশে আছেন তারা অফিসিয়াল ব্যবসা করলে বিদেশে টাকা রেখে কিছু পান না। তাদের টাকাও এখন দেশে নিয়ে আসেন। দেশে টাকা এনে বিনিয়োগ করে তারা লাভবান হতে পারেন।
কালের আলো/টিআরকে/এসআইএল