প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয় পেল পুলিশ ফুটবল ক্লাব
প্রকাশিতঃ 9:00 pm | August 19, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া চক্রকে হারিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব (বিপিএফসি)।
আরামবাগ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ঘরে জয় তুলে নেয় ক্লাবটি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ক্লাব ও আরামবাগ ক্রীড়া চক্রের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার একেবারে শেষে জুয়েল রানার অসাধারণ দক্ষতায় করা একটি নান্দনিক গোল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের জয় নিশ্চিত করে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ২২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে নিজেদের অবস্থান অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
কালের আলো/এসবি/এমএম