বরিশালে ১০ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে নামছে বিজিবি
প্রকাশিতঃ 9:33 pm | August 19, 2021

কালের আলো সংবাদদাতা:
ইউএনওর বাসায় হামলার পর থমথমে বরিশাল নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ১০ প্লাটুন বিজিবি ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বরিশাল কোতয়ালী মডেল থানায় মো. মুনিবুর রহমান ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম জানান, বুধবার রাতে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। এসব মামলায় ৩০ থেকে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক ১৩ জন আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ দিকে নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি নামানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাদের নেতৃত্বে থাকবেন ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, আশপাশের জেলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আসবেন। এরা সবাই উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত থাকবেন।
কালের আলো/আরএস/এমএইচএস