রিয়াল মাদ্রিদের দোকানে লুটপাট
প্রকাশিতঃ 3:21 pm | August 20, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
রিয়াল মাদ্রিদের অফিশিয়াল দোকান তাদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দোকানে হামলা চালিয়েছে দুস্কৃতকারীরা। গাড়ি নিয়ে দোকানে ঢুকে লুটপাট চালানো হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এতথ্য জানিয়ে বলেছে, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে মাদ্রিদের পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নম্বর প্লেট দেখে এই ডাকাতির ঘটনায় ব্যবহার করা গাড়িগুলো শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
তবে কি পরিমানে পণ্য চুরি হয়েছে তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ।
মার্কা বলছে, তিনটি গাড়িই চুরি করা হয়েছে, এরপর এই গাড়ি নিয়েই দোকানের পণ্য সরিয়েছে তারা। যদিও একটি গাড়ি ঘটনাস্থলে রেখে গেছে, বাকি দুটি নিয়ে পালিয়েছে।
২০১৯ সালের পর আর সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ খেলেনি রিয়াল মাদ্রিদ। দুই বছর ধরে চলছে সংস্কার কাজ। যে কারনে বিকল্প ভেন্যু হিসেবে আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে নিজেদের ম্যাচ খেলছে।
কালের আলো/আরএস/এমএইচএস