বাহ সব দোষ সাংবাদিকদের!

প্রকাশিতঃ 11:41 pm | January 18, 2018

শিমুল খান:

আপনি একজন সেলিব্রেটি, স্টার কিংবা সুপারস্টার হয়েও নিজের জ্ঞানতো নেই-ই! যৎসামান্য মগজটুকুও গোপন সিন্ধুকে জমা রেখে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা মনে আসে তাই বলবেন, তারপর…..

সেই নিউজ পড়ে পাবলিক যখন আপনাকে গু-মুত খাওয়ানো থেকে শুরু করে জুতার বাড়ি পর্যন্ত দেবে ঠিক তখনই আপনি সাংবাদিকদের নন্দ ঘোষ বানিয়ে বলবেন-

আমার বক্তব্যতে উক্ত পত্রিকা কিংবা সস্তা অনলাইন পোর্টাল যাচ্ছেতাইভাবে রং লাগিয়ে বাজারে ছেড়ে সস্তা হলুদ সাংবাদিকতা করেছে! তারপর সেই সাংবাদিকদের পায়ে ধরে নিউজ হেডলাইন পরিবর্তনসহ নিউজের ভেতরে আপনার দেয়া অনেক উলঙ্গ কথামালাকে কাটছাঁট করাবেন তারপর কিছু নিজস্ব চামচাদের দিয়ে আপনার পক্ষে স্ট্যাটাস প্রদান করিয়ে সাংবাদিকদেরকে ‘হুদাই ওয়াশ’ করার কু কাম করে নিজেকে বিশাল পাওয়ারফুল ভাববেন!

বাহহহহ সব দোষ সাংবাদিকদের …..!!!!

(অভিনেতার ফেসবুক পেজ থেকে সংগৃহীত)