প্রধানমন্ত্রীর নির্দেশে হেলাল হাফিজকে সিএমএইচে ভর্তি
প্রকাশিতঃ 10:12 pm | August 20, 2021
নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
কবি হেলাল হাফিজ অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাকে সেখানে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়। কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানা সমস্যা রয়েছে তার।
ফরিদা ইয়াসমিন জানান, বর্তমানে তিনি স্বাভাবিক রয়েছেন। তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
ফরিদা ইয়াসমিন বলেন, তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। অন্যান্য হাসপাতালে চিকিৎসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানার পর সিএমএইচ কর্তৃপক্ষ তাকে সেখানে ভর্তি করে। বর্তমানে তিনি ভালো আছেন।
কালের আলো/ডিআরবি/এমএম