দুই নেতাকে বহিষ্কার করল বিকল্পধারা

প্রকাশিতঃ 8:43 pm | October 13, 2018

কালের আলো ডেস্ক:

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় দলের সহ-সভাপ‌তি অ্যাড‌ভোকেট শাহ আহা‌ম্মেদ বাদল ও কৃ‌ষি বিষয়ক সম্পাদক জা‌নে আলম হাওলাদার‌কে তা‌দের পদ থে‌কে স্থায়ীভা‌বে ব‌হিষ্কার করেছে বিকল্পধারা বাংলাদেশ।

শনিবার বিকেলে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দলটির একটি সূত্র জানিয়েছে, এর আগে গত ১৬ সেপ্টেম্বর এই দুইজনের প্রাথ‌মিক সদস্যপদসহ সব ধরনের পদ স্থ‌গিত করা হয়। বিকল্পধারার মহাস‌চিব মেজর অব আবদুল মান্নান বলেন, দলের গঠনত‌ন্ত্রের অনু‌চ্ছেদ ৫ এর ৫: ২ গ ধারায় শৃঙ্খলামূলক ব্যবস্থা অনুযায়ী তা‌দের প্রাথ‌মিক সদস্যপদসহ দ‌লের সব পদ স্থ‌গিত করা হয়। আজ তা‌দের দুইজন‌কে চূড়ান্তভা‌বে দল থে‌কে ব‌হিষ্কার করা হলো।

এর আগে, শনিবার বিকেল ৩টায় ড. কামালের বাসায় বৃহত্তর ঐক্য নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল বি চৌধুরী ও মাহী বি চৌধুরীর। সেই অনুযায়ী বি চৌধুরী ও মাহী বি চৌধুরী বিকেলে যান ড. কামালের বাসায়। তবে সেখানে কেউ না থাকায় তারা ফিরে যান। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানান মাহী বি চৌধুরী।

এদিকে, শনিবার সকাল থেকেই নিজ চেম্বারে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করছেন ড. কামাল। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, বি চৌধুরী ও মাহী বি চৌধুরীর সঙ্গে সরকারের আঁতাত রয়েছে— এমন অভিযোগে তাদের জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বিকল্পধারার একটি অংশ জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে আসতে আগ্রহী হওয়ায় দলটিকে ভাঙনও অনিবার্য হয়ে উঠেছে। দলটির সদ্যবহিষ্কৃত সিনিয়র সহসভাপতি শাহ আলম বাদল বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণার আগে দুপুরে বলেছিলেন, ‘বি চৌধুরী ও মাহী বি চৌধুরী মিলে যা করছেন তা গ্রহণযোগ্য নয়। আমরা বিকল্পধারা থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

কালের আলো/পিএম