রাজশাহী মেডিকেল কলেজে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন
প্রকাশিতঃ 5:03 pm | August 21, 2021

কালের আলো সংবাদদাতা:
রাজশাহী মেডিকেল কলেজে বঙ্গবন্ধু কর্নার এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন সিটি মেয়র ও অন্যান্য অতিথিবৃন্দ।
শনিবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু কর্নার এর শুভ উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ সময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, উপাধ্যক্ষ ডা. হাবিবুল্লাহ সরকার, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী, স্বাচিপ রামেক শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান খান বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, রামেক শাখা ছাত্রলীগ সভাপতি ডা. মনন কান্তি দাস ও সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/আরএস/এমএইচএস