রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ মৃত্যু

প্রকাশিতঃ 11:44 am | August 22, 2021

কালের আলো সংবাদদাতা:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। ৮ জন করোনা পজিটিভ ও ৪ জন উপসর্গ নিয়ে মারা যান।

রবিবার (২২ আগস্ট) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত্যুদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোর, নওগাঁ ও পাবনার দুজন করে, চাঁপাইনবাববগঞ্জে একজন রয়েছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২৪০ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৯৮ টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৯ দশমিক ১৯ শতাংশ।

কালের আলো/আরএস/এমএইচএস