চট্টগ্রামে পাহাড় ‘ধসে’ গাছ পড়লো বসতঘরে, নিহত ১

প্রকাশিতঃ 3:58 am | October 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় পাহাড় ধসে বড় একটি গাছ পাহাড়ের পাদদেশে থাকা বসতঘরে গিয়ে পড়েছে। এতে বসতঘরের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন।

রোববার (১৪ অক্টোবর) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনামুল হক জানান, টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হওয়ায় বড় একটি গাছ শিকড় ভেঙে নিচে পড়ে যায়। এতে পাহাড়ের পাদদেশে থাকা কয়েকটি কাঁচা-পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে দেয়াল।

তিনি জানান, এ ঘটনায় গুরুতর আহত নুরে আলম নান্টু নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। বাকিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।

ফিরোজ শাহ কলোনিতে পাহাড়ধস
এদিকে ভারী বর্ষণে নগরের ৯ নং ওয়ার্ডের ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির বলেন, পাহাড় ধসের ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছেন। আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি।

কালের আলো/ওএইচ