কী আছে মাহি-মান্নার ফোনালাপে?
প্রকাশিতঃ 10:29 am | October 14, 2018
সেন্ট্রাল ডেস্ক, কালের আলো:
‘জাতীয় ঐক্যফ্রন্ট’র আত্মপ্রকাশ ঘিরে শনিবার (১৩ অক্টোবর) দিনভর নানা নাটকীয় ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে। এটি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরীর ফোনালাপ বলা হচ্ছে।
ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারাকে পাশ কাটিয়ে বিএনপিসহ কয়েকটি দলকে নিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ও এ নিয়ে দিনভর বিভিন্ন ঘটনার প্রশ্ন-পাল্টা প্রশ্ন বোঝা গেছে ফোনালাপে।
‘জাতীয় ঐক্যফ্রন্ট’ গড়ার প্রক্রিয়ায় শুরু থেকেই বিকল্প ধারার নেতৃত্বকে সরব দেখা গেলেও শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এ জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের দেখা যায়নি। পরে জানা যায়, ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ নিয়ে দুপুরে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠকে অংশ নিতে গিয়েও ফিরে যেতে হয় বি চৌধুরী ও তার ছেলে মাহী বি চৌধুরীকে। তারা দাবি করেন, বৈঠকে ডাকা হলেও ড. কামালের বাসার দরজা বন্ধ ছিল।
এরপর সন্ধ্যায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’র আত্মপ্রকাশ ঘোষণা করেন ড. কামাল। সেখানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি ছিলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও। আর ঐক্যফ্রন্টের ঘোষণাপত্র পাঠ করেন মান্না।
ফাঁস হওয়া ফোনালাপ পর্যবেক্ষণে বোঝা যায়, বিকল্প ধারাকে এভাবে পাশ কাটিয়ে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ ঘোষণার প্রক্রিয়াকে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ আখ্যা দেন মাহি। পুরো ফোনালাপটি তুলে ধরা হলো—
মাহি: মান্না ভাই
মান্না: হ্যাঁ ভাই
মাহি: আপনি কি আব্বার সঙ্গে কথা বলে ঘোষণাপত্র পাঠ করলেন মান্না ভাই?
মান্না: না না না, পিছনের সিনটা হয়েছে, আমারও হয়তো ভালো ভাবা দরকার ছিলো। কারণ হলো যে (আ স ম) রব ভাই কথা বলেছিলেন স্যারের (বি চৌধুরী) সাথে এবং স্যার বলেছিলেন হ্যাঁ আমি বসে চিন্তা করছি, আধা ঘণ্টা পর জানাচ্ছি। আমি ভাবছি উনি আসবেন…
মাহি: না না, আব্বা আমার পাশে বসেই রব চাচার সঙ্গে কথা বলছেন। আর উনি যদি বলে থাকেন তাহলে সেটা সত্য নয়। আর আব্বাতো আপনার সাথে নিজে কথা বলছেন মান্না ভাই।
মান্না: না না আমার সাথে কথা বলেছেন কি। কথাতো সব ঠিকই আছে, যেগুলো ভুলভাল ছিলো সেগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে। আমার অনেকগুলো কথা আছে সামনা-সামনি বলবো। ফোনে সব বলতে পারবো না। একটা সিচুয়েশন হয়েছে, যেটা আমি এভয়েড করতে পারিনি। আমি এভয়েড করতে পারতাম, যদি এই ঘটনা না ঘটতো,… কারণ অলদো আই সেইড নো, অ্যান্ড ইট ওয়াজ টোল্ড। তারপরে সবার কথাবার্তা শোনার পরে আমি অ্যাগ্রি হয়েছি। তখনও ঘোষণাপত্র পড়ার কথা হয়নি, আমিতো প্রথমে ভাবছি যাবোই না।
মাহি: কিন্তু সকাল থেকে (ব্যারিস্টার) মইনুল হোসেন সাহেব কামাল হোসেন সাহেবকে সরাই নিয়ে গেলেন ওনার বাসা থেকে। এ চিন্তাটা আগেই ছিলো মওদুদ সাহেবের যে- বি চৌধুরী ও কামাল হোসেনকে একলা বসতে দেওয়া যাবে না। এবং বি চৌধুরীকে অপমান করলেন। এই যে একটা পরিকল্পনা, এই একটা চক্রের মধ্যেতো আপনারা পড়ে গেলেন মান্না ভাই।
মান্না: না না না, এসব চক্রের মধ্যে পড়বো না, বাইরেই থাকবো। চিন্তা করেন না, আপনাদের আনাও যাবে।…আচ্ছা আপনি আমাকে কেনো দোষারোপ করছেন মিছামিছি? আমি কি বেইমানি করলাম?
মাহি: না না আমি এই ওয়ার্ডটাই উচ্চারণ করি নাই। বাট আমি বলছি আব্বা যখন নিজে আপনাকে বলছেন, আপনি আমাদের প্রেস কনফারেন্সে থাকবেন না, ওখানেও থাকবেন না। এটা আমরা আশা করেছিলাম। কিন্তু আপনি যখন ঘোষণাপত্র পাঠ করলেন তখন আব্বা বললেন, হি ওয়াজ শকড- আমিতো মান্নার জন্য কামাল হোসেনের সাথে ফাইট করেছি। আজ সেখানে মান্না কামাল হোসেনের কাছের লোক হয়ে গেলো, আমাকে অপমান করলো? এভাবে এসে চলে গেলো?
মান্না: আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি আসলে রাইট কথা বলেছেন। আমাকে ধাক্কা দিয়ে…দ্যাট টাইম ইওর ফাদার সেভড মি। সেটা আমি ভুলছি না।… তার মানে গ্রেটার ইউনিটির বাইরে চলে গেছে, তাতো না।
মাহি: কিসের গ্রেটার ইউনিটি? কার সাথে, যে লোক ভদ্রতা জানে না তার সাথে?
মান্না: এরকম পলিটিকসে অজস্র হয়…
মাহি: না মান্না ভাই, আমরা সেরকম পলিটিকস করি না মান্না ভাই। আমি মনে করি- আপনি, রব চাচা, আপনারা সবাই মিলে একটা কন্সপিরেসির শিকার হয়ে গেলেন। আল্লাহর রহমতে আমরা সেখান থেকে বাঁইচা গেলাম।
মান্না: বেঁচে গেলেন মানে কী, এখান থেকে বেরিয়ে গেলেন?
মাহি: আমরা বেরিয়ে যাইনি, আপনারা বের করে দিলেন। আপনারা মিটিং করলেন, আমাদের ডাকলেন না। আপনারাতো আমাদের ডাকেনইনি। আপনারা আজকে ঘোষণা দেবেন, আমাদের সঙ্গে বলছেন? বি চৌধুরী সাহেবের সাথে আলোচনা করছেন? বি চৌধুরী সাহেব কামাল হোসেনের বাসায় যাবেন, উনিতো বাসায় ছিলেনই না, আবার একটা ফোনও করেও দুঃখ প্রকাশ করলেন না। আপনারা প্রেস কনফারেন্স করবেন, যৌথ ঘোষণা দেবেন, আমাদেরকে বলছেন? আমাদেরকে জানাইছেন? আমরা কিন্তু ঐক্য থেকে বের হয়ে যাইনি, তবে ঐক্য কে চায় না, জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে।
মান্না: এখন ঐক্য যদি চায় আপনারা আসেন, তাহলে কী করবেন?
মাহি: ঐক্য তো চায় না, আপনারাতো বলেই দিলেন।
মান্না: প্রেস কনফারেন্সে আপনাদের কথা বলা হয়েছে, যে ওদের আসার কথা ছিল। উনি (বি চৌধুরী) হয়তো যোগ দেবেন।
মাহি: প্রেস কনফারেন্সে আমাদের কথা বলা হয়নি, এটা মিথ্যা কথা। এটা জাতির সঙ্গে মিথ্যা বলা, প্রতারণা করা। উনাকে প্রেস কনফারেন্সে আসার কথা কেউ বলেনি।
মান্না: না এটা বলা হয়েছে, কোনো ভুলের কারণে হোক। উনি এখানে নাই, কিন্তু তাকে ঐক্যের মধ্যে আছেন আমরা ধরেই আছি।
মাহি: কাদের সাথে, কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য? কামাল হোসেন প্রধানমন্ত্রীর হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন। ওনার নেতৃত্বে জামায়াতের সঙ্গে গোপনে আঁতাত হবে, সেগুলির সঙ্গে আমরা থাকতে চাই না তো। আলহামদুলিল্লাহ…আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। বাট প্রশ্নতো সেইটা না, আপনারা জাতির সামনে পরিষ্কার করেই বলতেন যে, উনাকে দাওয়াত দেওয়া হয় নাই। উনাকে না বলে আমরা চুরি করে মিটিং করছি, এগুলো বললো না কেনো।
মান্না: এরকম প্রশ্নোত্তর কেউ করে নাই তো…করলে
মাহি: আপনারা নিজেরাই বলতেন কামাল হোসেন বাসা থেকে পালাই গিয়া উনার অফিসে বসে ওনাকে (বি. চৌধুরী) বাদ দিয়ে আমরা একটা ঐক্য করতে যাই, গোপনে গোপনে জামায়াতের সঙ্গে আঁতাত করে উনাকে বাদ দিয়ে ঐক্য করতে চাই, বলতেন?
মান্না: ভাই এরকম বলেন কেনো? সেটা ভালো কাজ হয়নি, মানছি, তার মানে এই না যে সেখানে বলবো আমরা খুব অন্যায় কাজ করছি। তাহলে প্রেস কনফারেন্সে আসলেন কেন? ওটাতো হয় না। যেহেতু ঐক্যটা করতে চাই, এজন্য করেছি। আপনার কথার পর বলবো যে, একটা বিভ্রান্তির মধ্যে ছিলাম।…
মাহি: মান্না ভাই আপনাকে আল্লাহর কসম বলি, আমি আপনাকে পছন্দ করি দেখে বলতেছি। ঐক্যের ব্যাপারে আপনি হানড্রেড পারসেন্ট আন্তরিক আমিও ঐক্যের ব্যাপারে হানড্রেড পারসেন্ট আন্তরিক। বাট ঐক্যের নাম দিয়ে এখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হইতেছে, আপনাকে দিয়ে ঘোষণাপত্র পাঠ করাইতেছে। আমাকেও সেখানে ঢোকানোর চেষ্টা করছিলো। আজকের এ কথাটা শুধু মনে রাইখেন আর কিছু বলবো না।
মান্না: ও…হ…চিন্তা করবো, আরও কথা বলবো সামনা-সামনি।
মাহি: জি, আমার মনে হয় একটা চক্রান্তের মধ্যে আপনারা ভিকটিম হয়ে যাচ্ছেন মান্না ভাই। আমার মনের বিশ্বাস থেকে বললাম, এখানে ঐক্য প্রক্রিয়া নামে একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র হইতাছে। এবং এটার মধ্যে আমাকে জড়ানোর চেষ্টা করা হইছিল, আল্লাহর রহমত ছিলো আমি বাইচা গেছি। আপনাকে দিয়ে ঘোষণাপত্র পাঠ করাইলো। ইট ইজ নাথিং বাট অ্যা কন্সপিরেসি। এখানে কোনো জাতীয় ঐক্যের বিষয় নেই। একটা কন্সপিরেসি হচ্ছে, চক্রান্ত হচ্ছে।
মান্না: আপনি যেরকম মনে করছেন, আমি সেভাবে মনে করছি না। বাট আজকের ঘটনায় আমি মর্মাহত।
মাহি: আপনি মনে করছেন আজকের ঘটনাটি এমনি এমনি, ভুলে-ভুলে হয়েছে আপনার মনে হয়? এর বাইরে-পেছনে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত নাই?
মান্না: ভুলে-ভুলেও মনে করছি না, কিন্তু অতোবড় জিনিসও ভাবছি না।
মাহি: অনেক বড় জিনিস হয়েছে, একটুখানি নজর দিয়ে দেখেন কারা-কারা জড়িত, কারা-কারা বি চৌধুরী ও কামাল হোসেনকে আজকে একসাথে বসতে দিলো না। কিভাবে ষড়যন্ত্র করে প্রেস কনফারেন্সটা হলো, কিভাবে আপনাকে দিয়ে ঘোষণাপত্র পাঠ করাইলো, আপনি বিবেচনা করে দেখেন আপনারা কিসের মধ্যে ঢুকতেছেন, আমি কিছু বলবো না।
মান্না: আচ্ছা আলাপ করবোনি।
মাহি: জি, ইনশাল্লাহ।
কালের আলো/এনএলপি