দিনাজপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
প্রকাশিতঃ 5:45 pm | August 23, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
দিনাজপুরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার সময় বজ্রপাতে চারজন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিন শিশু।
সোমবার (২৩ আগস্ট) দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ৮নং রেলঘুন্টি এলাকার আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), বাবলু মিয়ার ছেলে আতিক (১৬), সাজু মন্ডলের ছেলে মিম (১০) ও কালিপুর এলাকার আপন (১৬)।
স্থানীয়রা জানান, বিকেলে উপশহরের ৮নং ফুটবল মাঠে ফুটবল খেলছিলেন কিশোররা। এ সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, আহত দু’জনকে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
কালের আলো/আরএস/এমএইচএস