পদ্মা সেতুর নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 11:58 am | October 14, 2018

কালের আলো ডেস্ক:
মুন্সীগঞ্জের মাওয়া গোলচত্বরে পদ্মা সেতুর নামফলক ও রেল প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সভাপতি আজ রোববার বেলা ১১টার দিকে মাওয়া প্রান্তে পৌঁছান। তার পরই নামফলকসহ চারটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন।

এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাওয়া গোলচত্বরে এক সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সেখানে নেতাকর্মীরা ভিড় করেছেন।

সমাবেশস্থলে রোববার সকাল থেকেই হাজির হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। যদিও তাঁরা সমাবেশের মূল প্যান্ডেলে জায়গা পাবেন না। তবে সমাবেশস্থলের আশপাশে নেতাদের নাম ও ছবিসংবলিত টি-শার্ট, ক্যাপ ও বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে অবস্থান নিয়েছেন দলটির কর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে পদ্মাপাড়ের তিন জেলা মাদারীপুর, মুন্সীগঞ্জ ও শরীয়তপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিকেলে প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে ইলিয়াস আলী ঘাটে দলীয় জনসভায় বক্তব্য দেবেন।