সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোভ্যানের ৩ আরোহী নিহত

প্রকাশিতঃ 10:48 am | August 25, 2021

কালের আলো সংবাদদাতা:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই যাত্রী ও চালক নিহত হয়েছেন।

নিহতেরা হলেন—পাঁচলিয়া এলাকার হায়দার আলী (৬০) ও অটোরিকশার চালক খোদাবক্স সরকার ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫০)।

বুধবার (২৫ আগস্ট) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিকশা নিয়ে বের হন হায়দার আলী, খোদা বক্স ও শাহাদাত হোসেন। পাঁচলিয়া বাজার ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালের আলো/ডিআরবি/এমএম