মমেক হাসপাতালে করোনায় আরও ১০ জনের মৃত্যু
প্রকাশিতঃ 11:57 am | August 25, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনায় এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, মঙ্গলবার থেকে বুধবার এর মধ্যে করোনায় মারা যাওয়া ৪ জনের সবাই ময়মনসিংহের বাসিন্দা।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। আইসিইউতে ১১ জনসহ মোট ১৯৮ জন করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ৮০৩টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ শতাংশ।
কালের আলো/আরএস/এমএইচএস