পদ্মায় শিক্ষকদের ট্রলারডুবি, নিখোঁজ ২

প্রকাশিতঃ 9:52 pm | August 25, 2021

কালের আলো সংবাদদাতা:

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৬ জনের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা গেলেও পানির স্রোতে ভেসে যায় দুইজন।

বুধবার (২৫ আগস্ট) ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের মদনখালীর মাথায় নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পল্টনের সাথে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজন হলেন- ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।

ট্রলারে থাকা শিক্ষকরা জানান, শহরের বিভিন্ন স্কুলের ১৫ জন শিক্ষক একটি ট্রলারে করে নৌ ভ্রমণে বের হন। ট্রলারটি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডলের হাট থেকে ধলার মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি ডিক্রির চর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী মদনখালীর মাথায় একটি পল্টুনে গিয়ে থামে। ওই পল্টুনে তারা আসরের নামজ পড়েন। এরপর তারা আবার যাত্রা শুরু করলে ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ট্রলারটি স্রোতের টানে মুহূর্তের মধ্যে ডুবে গিয়ে পল্টনের নিচে চলে যায়।

এলাকাবাসীরা জানায়, ওই সময় তারা পাড়েই ছিলেন। ট্রলারটি পল্টুনের নিচে চলে যেতে দেখে তারা উদ্ধারাভিযানে অংশ নেন। ১৪ জনকে উদ্ধার করা গেলও স্রোতের টানে দু’জন ভেসে যান। এ ট্রলার দুর্ঘটনায় আহত হয়েছেন ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ক সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস (৪২) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক বলাই কুমার দাস (৪১)। তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দুই শিক্ষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হোসেন বলেন, প্রথমে এলাকাবাসী উদ্ধারাভিযানে অংশ নেন। পরে দমকল বাহিনীতে খবর দেওয়া হয়।

ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই বলেন, দমকল বাহিনী প্রথমে দুটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও দুটি ট্রলার বাড়ানো হয়। ঘটনাস্থলে প্রচুর স্রোত রয়েছে। ওই স্থানে নদীর গভীরতাও বেশি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, নিখোঁজ দুই শিক্ষককে উদ্ধারে নৌ-পুলিশ, জেলা পুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি দল কাজ করছে।

কালের আলো/আরএস/এমএইচএস