মেহেরপুরে ছিনতাইকারীর গুলিতে ব্যাংক এজেন্টের মালিক নিহত

প্রকাশিতঃ 5:09 pm | August 26, 2021

কালের আলো সংবাদদাতা:

গাংনীর গাঁড়াডোব-আমঝুপি সড়কের খোকসা ও গাঁড়াডোব মাঠের মধ্যে ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছেন কোমরপুর সিটি ব্যাংকের এজেন্ট ও তন্নি হার্ডওয়্যারের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম (৩২)।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) আমঝুপি-গাড়াডোব সড়কের খোকসাতে এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে। তিনি একই উপজেলার কোমরপুর সিটি ব্যাংকের এজেন্ট হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ বলছে, হত্যাকারীরা ছিনতাইকারী ছিল। নিহতের কাছ থেকে ৪৬ লাখ টাকা ছিনিয়ে নিতে এ ঘটনা ঘটেছে।

খাদেমুল ইসলামের ছোটভাই ইজাজুর ইসলাম ঝন্টুর বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, খাদেমুল সকালে বাড়ি থেকে ব্যাগে ৪৬ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে গাংনী শহরে ব্যাংকের বুথে যাচ্ছিলেন। গাংনী-গাড়াডোব সড়কের খোকসায় ছিনতাইকারীরা তার পথ আটকায়। তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

খাদেমুল সাহায্যের জন্য চিৎকার করলে লোকজন ঘটনাস্থলের দিকে আসলে ছিনতাইকারীরা তাকে পেছন থেকে গুলি করে চলে যায়।

তিনি জানান, স্থানীয়রা খাদেমুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। কুষ্টিয়ার খলিসাকুন্ডি এলাকায় তার মৃত্যু হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।

কালের আলো/আরএস/এমএইচএস