২ বছরের চুক্তিতে ম্যানসিটিতে যাচ্ছেন রোনালদো
প্রকাশিতঃ 10:18 pm | August 26, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
য়্যুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যেতে রাজি ক্রিস্টিয়ানো রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে এ নিয়ে একটি চাঞ্চল্যকর চুক্তিও হয়েছে।
ইংলিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএসপিএনের প্রতিবেদনে জানা গেছে, সিটিজেনদের সঙ্গে সিআর সেভেনের এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। স্কাই ব্লুরা রোনালদোকে প্রতি মৌসুমে ১৫ মিলিয়ন ইউরো বেতনে ২ বছরের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছে, রোনালদো তুরিনে যা উপার্জন করেন, তার প্রায় অর্ধেক।
রোনালদো যে জুভেন্টাস ছেড়ে দিচ্ছেন – তা নিশ্চিত ছিল অনেকদিন আগেই। তবে ইতালির এই ক্লাব ছেড়ে কোথায় থিতু হবেন তা নিয়েই ছিল যত আগ্রহ।
রোনালদোর তুরিন ছাড়ার খবরে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়ে আসছিল ফরাসি ক্লাব পিএসজি। ক্লাবটি সম্প্রতি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে ফ্রেঞ্চ লিগে নতুন মাত্রা যোগ করেছে।
ক্লাবটির চেয়ারম্যান কাতারের ধনকুবের নাসের আল খোলাইফি বরবারই চাইছিলেন, নেইমার ও মেসির সঙ্গে রোনালদোকে যোগ করিয়ে সেরা আক্রমণভাগ তৈরি করবেন। তাছাড়া দলের তরুণ ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে চুক্তি নবায়নে রাজি না হওয়ায় রোনাল্ডোর দিকে মনোনিবেশ করেছিল ক্লাবের কর্তৃপক্ষ।
কিন্তু রোনালদোর আগ্রহ ইংলিশ প্রিমিয়ার লিগে।
রোনালদোর দেশ পর্তুগালের সাংবাদিক গোনালো লোপেসও একই কথা বলছেন। তিনি টুইটা করেছেন, পর্তুগিজ তারকার সিটিতে যাওয়া চূড়ান্ত। ম্যানসিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গে কথাও বলেছেন রোনালদো। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের চেয়ে সিটিতে যাওয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তিনি।
রোনালদোর ট্রান্সফার ফির বিষয়ে এখনও চূড়ান্ত কিছু না জানা গেলেও স্প্যানিশ স্পোটর্স ডেইলির দাবি, ম্যানসিটি থেকে রোনালদোকে বছরে ১৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হচ্ছে, যা তুরিনে পাওয়া তার বেতনের অর্ধেক।
২০১৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। যদিও সেরিআয় তুরিনের ক্লাবটিকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।
কালের আলো/আরএস/এমএইচএস