রবিবার পিএসজির হয়ে মাঠে নামছেন মেসি
প্রকাশিতঃ 6:31 pm | August 27, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
নিজের প্রাক্তন ক্লাব এফসি বার্সেলোনা ছাড়ার পর প্যারিসের ক্লাব পিএসজি -তে যোগ দিয়েছেন মেসি। প্যারিস সেন্ট জার্মেইন ক্লাবের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত দুই বছরের চুক্তি করেছে মেসি। নিজের নয়া ক্লাব পিএসজি -তে ৩০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন লিও। সমর্থকরা সেই অপেক্ষাতেই রয়েছেন যে কবে মাঠে নামবেন মেসি? অবশেষে প্রতীক্ষার অবসান।
সর্বশেষ ম্যাচে ব্রেস্টকে ৪-২ গোলে হারানোর পর পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো ইএসপিএনকে বলেন, সবকিছু ঠিক থাকলে আশা করছি তিনি স্কোয়াডে যুক্ত হবেন এবং একাদশের অন্তর্ভুক্ত হবেন।
রেইমসের বিপক্ষে মেসিকে নামানোর একটি যুক্তি অবশ্য রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের একাধিক ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফেরার আগে দীর্ঘ বিরতির ঘাটতি দূর করতে চান মেসি। একই বিষয়টি নেইমারের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে অংশ নেওয়ার পর এই মৌসুমে এখনো পর্যন্ত ক্লাব ফুটবলের কোনো ম্যাচে খেলা হয়নি নেইমারের। এই সময় তিনি গ্রীষ্মকালীন ছুটিতে রয়েছেন।
মেসির মাঠে নামার খবরে রেইমসের ২১ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে চোখের পলকে।
কালের আলো/আরএস/এমএইচএস