শাহজালালে সাত কেজি সোনাসহ মালয়েশীয় আটক
প্রকাশিতঃ 12:03 pm | October 15, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত কেজি সোনাসহ চীনা বংশোদ্ভূত মালয়েশীয় এক নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। তার নাম চ্যান গি কিয়ং।
গতকাল রবিবার রাত ১০টার দিকে এসব সোনাসহ তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের উপ কমিশনার অথেলো চৌধুরী জানান, রাত ১০টার দিকে ঢাকায় নামেন মালয়েশিয়ার নাগরিক চ্যান গি কিয়ং। আগেই পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের নিচে থাকা একটি জ্যাকেটে সাতটি ছোট ছোট পকেটে কার্বন পেপারে মোড়ানো অবস্থঅয় সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।
প্রতিটি সোনার বারের ওজন এক কেজি। জব্দ করা এসব সোনার আনুমানিক দাম প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।
কালের আলো/এনএম