আবারো সভা বর্জন করলেন নির্বাচন কমিশনার মাহবুব

প্রকাশিতঃ 12:43 pm | October 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আবারো নির্বাচন কমিশনের সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার। আলোচনা শুরুর সাত মিনিটের মাথায় নোট অব ডিসেন্ট দিয়ে সভা থেকে বেরিয়ে যান তিনি।

সোমবার সকাল এগারটায় আগারগাঁওয়ের জাতীয় নির্বাচন কমিশন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৬তম প্রস্তুতি সভা যোগ দেন নির্বাচন কমিশনাররা।

সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম, ওয়াকিটকির ব্যবহার অনান্য বিষয়ে আলোচনা বসেন কমিশনাররা। সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন।

নির্বাচন ভবনের তৃতীয় তলায় শুরু হওয়া বৈঠকের এক পর্যায়ে মাহবুব তালুকদার সভা থেকে বেরিয়ে চতুর্থ তলায় তার কার্যালয়ে যান।

সভা থেকে বেরিয়ে এসেছেন কি না সাংবাদিকের এক প্রশ্নে মাহবুব তালুকদার বলেন, ‘হ্যাঁ। আমি নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে এসেছি।’ তবে কী কারণে সভা বর্জন করেছেন তা জানাননি এ নির্বাচন কমিশনার।

এর আগে গত ৩০ আগস্ট নির্বাচন কমিশনের আরেক সভায় ইভিএম কেনার বিষয়ে আপত্তি জানিয়ে সভা বর্জন করেন কমিশনার মাহবুব তালুকদার।

নির্বাচন প্রস্তুতি নিয়ে আজকের সভায় দুইটি এজেন্ডার মধ্যে ছিল- আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে সর্বশেষ প্রস্তুতি নিয়ে ইসি সচিব থেকে কমিশনারদের অবহিতকরণ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটার তালিকা চূড়ান্তকরণ। এ ছাড়া জাতীয় নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে সে বিষয়েও সভায় সিদ্ধান্ত হওয়ার কথা ছিল।

কালের আলো/এনএল