‘বাঙালির লোভ আগের চেয়ে বেড়েছে’
প্রকাশিতঃ 3:31 pm | October 15, 2018
তসলিমা নাসরিন:
বাঙালি নাকি প্রগতিশীল! আজও জাত, ধর্ম ঠিক থাকা চাই। আজও পাত্রীর গায়ের রঙ ফর্সা হওয়া চাই। আজও পাত্রীকে সুন্দরী হওয়া চাই। আজও পাত্র’র চেয়ে পাত্রীর বয়স কম হওয়া চাই।
পণ আগেও চাইতো, এখনও চায়। তবে আগে যেটা চাইতো না লোকে , এখন চায়— সেটা হলো পাত্রীর টাকা, মাস গেলে মাইনে।
‘বিয়ের পর পাত্রীর চাকরি করা চলবে না ‘ এই হুমকিটা বন্ধ হয়েছে।
এখন আদেশ জারি হয়, চাকরি বাকরি করে বেতনের টাকাটা পাত্রর হাতে দিতে হবে।
জাত চাই, ধর্ম চাই, ফর্সা চাই, লম্বা চাই, স্লিম চাই, শিক্ষিতা চাই, সুন্দরী চাই, পণ চাই-য়ের কাতারে যোগ হয়েছে টাকা চাই।
বাঙালির লোভ আগের চেয়ে বেড়েছে। এই হলো পরিবর্তন।
শুধু বাঙালি নয়, হিন্দু নয় ; বাঙালি অবাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ক্রিশ্চান — এই উপমহাদেশের সবারই একই হাল।
লেখাটি বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকার ফেসবুক থেকে নেয়া।