ইভ্যালির তথ্য চেয়ে দুদকের চিঠি

প্রকাশিতঃ 10:54 pm | September 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

ইভ্যালির গ্রাহক প্রতারণার অভিযোগ ও এই কোম্পানি সম্পর্কিত তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০২ আগস্ট) দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

এদিন ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে সচিবের কাছে ইভ্যালির দুর্নীতির অভিযোগের অনুসন্ধান সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সচিব।

জানা গেছে, ইভ্যালি সম্পর্কে তথ্য চেয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি, সিটি করপোরেশনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে দুদক।

দুদক সচিব বলেন, ‘ইভ্যালি বিরুদ্ধে অভিযোগ নিয়ে শুধু আমরা কাজ করছি না, অন্যান্য সংস্থাও কাজ করছে। এই পর্যায়ে ওইসব সংস্থার তদন্ত বা তাদের পদক্ষেপ আমলে নেবে দুদক। ইভ্যালির অনিয়মের অভিযোগ নিয়ে কাজ চলছে। কমিশনের সিদ্ধান্ত নেওয়ার মতো অগ্রগতি এখনো হয়নি।’

অন্য এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘ইভ্যালি কর্তৃক মানিলন্ডারিং অপরাধ কিংবা জনগণ বা রাষ্ট্রের অর্থ আত্মসাতের এখন পর্যন্ত তথ্য-প্রমাণ পওয়া যায়নি। তবে অনুসন্ধান চলমান রয়েছে। এই ক্ষেত্রে যার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে তাকে জিজ্ঞাসাবাদ করবে অনুসন্ধান টিমের সদস্যরা।

এর আগে ইভ্যালির প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে তথ্য চেয়ে ইভ্যালি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় দুদক। দুদক সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের একটি টিম অভিযোগটি অনুসন্ধান করছে। টিমের অন্য সদস্য হলেন- উপ-সহকারী পরিচালক সিহাব সালাম।

কালের আলো/ডিএসকে/এমএম