মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত

প্রকাশিতঃ 12:09 pm | October 16, 2018

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, কালের আলো:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় টাইলসবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে উল্টে গেলে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার শুভুল্যা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহত ব্যক্তিরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সেখারঞ্জন গ্রামের নিরঞ্জন মালি (৩৫), তার স্ত্রী সাগরী (২৫) ও মেয়ে স্বর্ণা (৮)। আহত ব্যক্তিরা হলেন- নিরঞ্জনের আরেক স্ত্রী লিপি, মেয়ে কনা ও শিল্পি, বেলী ও কনা। তারা কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মির্জাপুর থানার এএসআই নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী টাইলসবোঝাই ট্রাকটিতে আটজন যাত্রী ছিলেন। ট্রাকটি শুভুল্যা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সেটি রাস্তার পাশে উল্টে যায়। এতে একই পরিবারের তিনজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, আহত ব্যক্তিদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

কালের আলো/আরএম