র‍্যাব ডিজি বললেন : ‘জঙ্গি সন্ত্রাসীরাই বাংলাদেশের একমাত্র সংখ্যালঘু’

প্রকাশিতঃ 7:50 pm | October 16, 2018

কালের আলো প্রতিবেদক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘এদেশে জঙ্গি, সন্ত্রাসীরা, অপরাধীরাই সংখ্যালঘু। বাংলাদেশে আর কোনও সংখ্যালঘু নেই।’

মঙ্গলবার(১৬ অক্টোবর) দুপুরে মহাসপ্তমীতে বাগেরহাটের শিকদার বাড়ির দূর্গাপুজা মন্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাব ডিজি একথা বলেন।

বেনজীর বলেন, ‘এদেশের সংবিধান সমস্ত নাগরিক অধিকার, মানবাধিকার, তাদের সার্বিক মৌলিক অধিকার সংবিধানে নিশ্চয়তা দিয়েছে। আমাদের দেশ অসাম্প্রদায়িক দেশ।’

নির্বাচন আয়োজন গনতান্ত্রিক দেশের স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতি পাঁচ বছর পরপর নির্বাচন হবে। নির্বাচনে যারা বিজয়ী হবে তারা ক্ষমতায় আসবে। এটাই স্বাভাবিক।’

‘এটাকে কেন্দ্র করে সাধারণ মানুষের শঙ্কিত হওয়ার কোনও কারন নেই। ১৮ কোটি মানুষের মধ্যে যারা ভোটার হয়েছেন তারা আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন। নির্বাচনের যে গনতান্ত্রিক প্রক্রিয়া তাতে সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করবেন।’

সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেজন্য দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে বেনজীর বলেন, ‘দুর্গাপুজার গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে বিশেষ পর্যবেক্ষণে রেখেছি। সেগুলোতে গোয়েন্দা নজরদারি রয়েছে।’

‘ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে দীক্ষিত হয়ে এদেশের সকল সম্প্রদায়ের মানুষ ধর্মীয় উৎসব পালন করে আসছে। কিন্তু গুটিকয়েক অপরাধীচক্র এই ধরনের উৎসবকে নস্যাৎ করার অপচেষ্টা করে থাকে। বিগত দিনে ওই চক্রকে জনগনকে সাথে নিয়ে প্রতিরোধ করা হয়েছে, ভবিষ্যতেও করার চেষ্টা করে তাহলে তাদের নিশ্চিহ্ন করা হবে।’

কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্কানিমূলক গুজব ছড়ালে তাতে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন র‌্যাবের মহাপরিচালক।

এসময় র‌্যাব-৬ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমাম আল রাজীব, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে র‌্যাব মহাপরিচালক হেলিকপ্টারে করে বাগেরহাট ত্যাগ করেন।

কালের আলো/এনএম