প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন মাহি-জয়
প্রকাশিতঃ 9:34 pm | October 16, 2018

শোবিজ প্রতিবেদক, কালের আলো:
ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক জয় চৌধুরী। দুজনই চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তারা। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমায় মাহি-জয় জুটি বেঁধে অভিনয় করছেন বলে জানান জয় চৌধুরী।
এ প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘কয়েকদিন আগেই ‘আনন্দ অশ্রু’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। গতকাল সোমবার এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। আশুলিয়ায় এর দৃশ্যধারণ করা হচ্ছে। সিনেমাটির কাজ বেশ ভালো হচ্ছে। মাহির সঙ্গে দুদিনের কাজের অভিজ্ঞতাও বেশ ভালো। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে।’
সালমান শাহ-শাবনূর জুটিকে নিয়ে গুণী নির্মাতা শিবলী সাদিক নির্মাণ করেছিলেন ‘আনন্দ অশ্রু’ সিনেমা। মুক্তির পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। একই নামে মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করছেন নতুন আরেকটি সিনেমা। তবে এটি রিমেক হচ্ছে না। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন, মাহি ও জয় চৌধুরী। এছাড়াও এতে অভিনয় করছেন আলীরাজ, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।
‘দুই নয়নের আলো’, ‘মন ছুয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘কিছু আশা কিছু ভালবাসা’, ‘এমনও তো প্রেম হয়’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
কালের আলো/ওএইচ