সেনাবাহিনী প্রধানের সাথে প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
প্রকাশিতঃ 9:59 pm | October 16, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত মি: ইউসুফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাত করেছেন।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে সেনাবাহিনী সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
আন্ত:বাাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যত অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
কালের আলো/এএ