সাভারে স্বর্ণের দোকানে ডাকাতি, সুষ্ঠু তদন্ত ও আসামীদের গ্রেপ্তার দাবি বাজুসের
প্রকাশিতঃ 10:39 pm | September 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
সাভারে বংশী নদীর তীরবর্তী নয়ারহাট বাজারে ১৭টি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনায় সুষ্ঠু তদন্ত ও আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে বাংলাদেশ বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বাজুসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনের সভাপতি এনামুল হক খান এবং সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় নয়ারহাটের সাধারণ জুয়েলার্সদের মধ্যে ভীতির পরিবেশ তৈরী হয়েছে। জুয়েলার্স সমিতির পক্ষ থেকে আমরা ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সল্প সময়ের মধ্যে গ্রেপ্তার ও শাস্তির বিচার দাবী জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে ভুক্তভোগীদের মধ্যে ফেরত দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।
একই সাথে দেশের সকল স্পর্শকাতর জুয়েলারী দোকান/মার্কেটে নিরাপত্তা জোরদার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে বাজুস।
কালের আলো/ডিআরবি/এমএম