সেনা প্রধানকে নিয়ে অসত্য বক্তব্য : ডা: জাফরুল্লাহ’র বিচার চায় ১৪ দল
প্রকাশিতঃ 3:29 pm | October 17, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে অসত্য ও বানোয়াট বক্তব্য রাখায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা: জাফরুল্লাহ চৌধুরী’র বিচার দাবি করেছে ১৪ দল।
বুধবার (১৭ অক্টোবর) ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই দাবির কথা জানান ক্ষমতাসীন জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, , ‘বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে তার সম্পর্ক আছে বলে আমরা জানতে পেরেছি। তিনি সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি করার অভিপ্রায়ে সেনাপ্রধান সম্পর্কে এ ধরনের বক্তব্য দিয়েছেন। নির্বাচনকে বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছেন, তাদের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী একজন।’
এসময় স্বাস্থ্যমন্ত্রী ব্যারিস্টার মইনুলের প্রসঙ্গে বলেন, ‘ব্যারিস্টার মইনুল কে? তিনি সেই লোক, যিনি ব্ঙ্গবন্ধুকে হত্যার পরে বিশ্বাসঘাতক মোশতাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন। পরে তিনি ডেমোক্রেটিক পার্টিও গঠন করেছিলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছিলেন তিনিই। সেই মইনুল আজ বিএনপির প্রিয় ও বিশ্বস্ত লোক হয়েছে। আর এখন গণতন্ত্রের কথা বলছেন। এটা গণতন্ত্র উদ্ধার করার নয়, অশুভ শক্তি।’
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘মাহবুব তালুকদার সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কথা বলায় তার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।’
কালের আলো/এএম