চেয়ার ছাড়লেন এম জে আকবর, করতে চান আইনি লড়াই

প্রকাশিতঃ 5:59 pm | October 17, 2018

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

মি টু আন্দোলনে উত্তাল রয়েছে ভারত। সেই উত্তালেই মি টু’র ঝড় আসে ভারতের মন্ত্রীসভায়। সেই আন্দোলনে অভিযোগ উঠা পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এম জে আকবর অবশেষে পদত্যাগ করেছেন। তবে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন।

বুধবার(১৭ অক্টোবর) বিকেলে নিজের টুইটারে ট্যুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ট্যুইটে তিনি প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে তাঁকে দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়েছেন।

সাবেক এ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ উঠে, ১৯৯৪ সালে সাংবাদিক থাকাকালীন মুম্বইয়ের একটি হোটেলে এক মহিলার ইন্টারভিউ নেওয়ার সময় তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন তিনি।

এর পরেই মহিলা সাংবাদিকরা আকবরের বিরুদ্ধে সোচ্চার হন৷ প্রথমে গুরুত্ব না দিলেও পরবর্তীতে তাকে ঠিকই সরে দাড়াঁতে হর মন্ত্রীসভা থেকে।

 

উল্লেখ্য, এম জে আকবর রাজনীতিতে আসার আগে দ্য এশিয়ান এজ পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে মি টু অভিযোগ উঠলে, অভিযোগ

কালের আলো/এএম