মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

প্রকাশিতঃ 10:54 am | September 10, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

লিওনেল মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে ৩-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। আর এর ফলে গোলের দিক থেকে পেলেকেও ছাড়িয়ে গেলেন মেসি। হ্যাটট্রিকের সুবাদে আর্জেন্টিনার হয়ে তার গোলসংখ্যা এখন ৭৯টি।

দ্বিতীয়ার্ধে আরেকটি করে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক। শেষ সময়ে এসে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

প্রথমার্ধে একটি ও দ্বিতীয় জোড়া গোল করেন লিওনেল মেসি। ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির দারুণ শট জালে জড়ালে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে স্পর্শ করেন মেসি। মেসি মাঠে নামার আগে ৭৭ গোল নিয়ে লাতিন আমেরিকান ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ স্কোরার ছিলেন পেলে।

২৭তম মিনিটে বল জালে জড়িয়ে ছিলেন লাউতারো মার্তিনেস। কিন্তু অফসাইডে তা গোল বাতিল হয়। ৪০তম মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট করেন মার্তিনেস। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে মেসি বল বাড়ান তাকে। কিন্তু ছয়গজ বক্সের কাছ থেকে পোস্টের বাইরে মেরে হতাশ করেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। খানিকপরই দি মারিয়ারার পাসে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন মেসি।

কালের আলো/আরএস/এমএইচএস