অসুস্থ হয়ে হাসপাতালে ধর্মমন্ত্রী, দোয়া কামনা

প্রকাশিতঃ 6:06 pm | October 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৭ অক্টোবর) দুপুরে তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে এখান থেকে ঢাকা পাঠানো হয়।

মমেক হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ কালের আলোকে জানান, প্রচন্ড জ্বর, বমি আর কিছুটা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। পরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন জাহাঈীর বাবু জানান, সকাল ১০ টায় ঢাকা থেকে ময়মনসিংহ আসেন ধর্মমন্ত্রী। এই সময় থেকেই তিনি জ্বর অনুভব করছিলেন। কিন্তু জ্বর নিয়ন্ত্রণে না আসায় তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা পাঠানো হয়েছে।

সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তিনি।

কালের আলো/ওএইচ