‘অবলম্বন’র মোড়ক উন্মোচন

প্রকাশিতঃ 9:29 pm | October 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক প্রকাশিত দ্বিতীয় বারের মতো ‘অবলম্বন’ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে অবলম্বন এর স্মরণিকার মোড়ক উন্মোচন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা দায়রা জজ ড.মোহাম্মদ আমির উদ্দিন।

মোড়ক উন্মোচন অনুষ্টানে সংক্ষিপ্ত আলোচনায় জেলা দায়রা জজ ড.আমির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইডের অফিসার (সিনিয়র সহকারী জজ)ও অবলম্বন এর সম্পাদক সুপ্রিয়া রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো:রেজাউল করিম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেরুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়িতা শিল্পী,জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক ড.মীর মিজানুর রহমান।

অনুষ্টানে অন্যান্যের মাঝে অবলম্বন এর সম্পাদনা পরিষদের সদস্য অ্যাড.আব্দুল মোওালিব লাল, অ্যাড.শিব্বির আহম্মেদ লিটন, অ্যাড.হাবিবুজ্জামান খুররম, অ্যাড.সালাউদ্দিন পাঠানসহ জেলা দায়রা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক প্রকাশিত স্মরণিকা অবলম্বন এর প্রশংসা করেন জেলা দায়রা জজ ড.মোহাম্মদ আমির উদ্দিন।

কালের আলো/ওএইচ