সময় সংবাদ অফিসে হামলার ঘটনায় থানায় জিডি
প্রকাশিতঃ 10:37 am | September 14, 2021
কালের আলো ডেস্ক :
দৈনিক সময় সংবাদের অফিসে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দৈনিকের সম্পাদক ও প্রকাশক শাহিদুন আলম খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে স্থানীয় বিএনপির নেতা শাহিনুর আলম মারফতসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
হামলার বিষয়ে শাহিদুন আলম জিডিতে বলেছেন, গত ১৭ আগস্ট গুলশান-ই-মোহাম্মদী প্রকল্প খিলক্ষেতে আমার অফিসে এসে শাহিনুর আলম মারফত,রাসেল, জসিমসহ অজ্ঞাত আরো কিছু লোক ভাঙচুর করে। আমার অফিসের কর্মকর্তা জাকারিয়া এর পরের দিন অফিসে গিয়ে দেখে এ সন্ত্রাসী বাহিনী অফিসের চেয়ার ধারালো অস্ত্র দিয়ে ছিন্ন বিচ্ছন্ন করে রেখে যায় ।
এবং একটি অডিও কল রেকর্ডে আমি শুনতে পাই স্থানীয় বিএনপির সভাপতি মারফত আমার অফিস ভাংচুর এবং আমি সহ আমার কর্মচারীদের পিটিয়ে আহত করতে বলে। এতে আমি ভবিষ্যৎ এ আমার প্রাণনাশের আশংকা করছি যার প্রেক্ষিতে গত ১৯ আগস্ট আমি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
কালের আলো/এসআর/এমএ