পুলিশের ওপর মানুষের ‘আস্থা’র কথাই জানালেন আইজিপি
প্রকাশিতঃ 1:43 am | October 18, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা পুলিশ বাহিনীর প্রতি দেশের মানুষের ‘আস্থা’ রয়েছে বলেই বিশ্বাস করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। তিনি বলেছেন, বিগত সময়ে পুলিশে জনগনের যেরকম আস্থা ছিল, এখনো আছে। আগামীতেও পুলিশের ওপরই এ আস্থা থাকবে।
নরসিংদীতে অপারেশন ‘গর্ডিয়ান নট’এ দুই জঙ্গি নিহত ও দুইজনের আত্নসমর্পণের ঘটনার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গিবাদের প্রভাবের বিষয়টি ফুৎকারে উড়িয়ে দিয়ে পুলিশ প্রধান বলেন, ‘নির্বাচনে দেশের আইনশৃংখলা ও সার্বিক নিরাপত্তার ব্যাপারে পুলিশ তৎপর থাকবে। আগামী জাতীয় নির্বাচনে জঙ্গিবাদ কোন ধরনের প্রভাব ফেলতে পারবে না।’
বুধবার (১৭ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় শারদীয় দূর্গাপূজার মন্ডপ পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নরসিংদী জেলায় সম্প্রতি জঙ্গিবাদের উত্থানের বিষয়ে ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিদের আস্তানায় অভিযান চালানো হয়েছে। আমাদের অভিযানে দুইজন জঙ্গি নিহত হয়েছে।
আত্মসমর্পণ করা দুই জঙ্গির পরিচয়ের ব্যাপারে আইজিপি জানান, তাদেরকে এখনো পুরোপুরিভাবে জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয়নি। প্রাথমিকভাবে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেলেও তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাই তাদের ব্যাপারে এখন আর কিছু বলা সম্ভব নয়। তবে সার্বিক দিক বিবেচনা করে সকল বিষয়ের উপর পুলিশের নজরদারি রয়েছে।’
শারদীয় দূর্গা পূজাতেও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘সারা দেশে পূজা মন্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গা উৎসব পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন ধরনের জঙ্গি হামলা হয়নি এবং হামলার কোন আশঙ্কাও নেই। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’
এই সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল মামুন, সহকারী অতিরিক্ত মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) আবুল কালাম, জেলা প্রশাসক রাব্বি মিয়া, র্যাব-১১ এর কমান্ডিং অফিসার (সিও) আহমেদ কবির রাসেল, জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, বিপিএম, পিপিএম (বার) প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে পূজা মন্ডপে আইজিপি ড. জাভেদ পাটোয়ারীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি এফবিসিসিআই’র পরিচালক প্রবীর সাহা।
কালের আলো/ওএইচ/এএ