নবীজির রওজায় প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 11:25 am | October 18, 2018

সেন্ট্রাল ডেস্ক, কালের আলো:

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রিয়াদে কর্মব্যস্ত দিন শেষে রাতে মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববীতে এশার নামাজ পড়েন এবং মহানবীর রওজা জিয়ারত করেন। জিয়ারত শেষে তিনি মোনাজাত করেন। এ সময় তার সফরসঙ্গীরাও মোনাজাতে অংশ নেন।

সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী বর্তমানে সৌদি আরবের রয়েছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশিহ, রিয়াদের গভর্নর এবং দূতাবাস কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তাকে গার্ড অফ অনার দেয়া হয়।

সৌদি আরবে পৌঁছানোর পর বুধবার সকালে সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দুপুরে তিনি রিয়াদের রাজপ্রাসাদে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন। বিকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন নিজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হয়।

বৃহস্পতিবার মক্কায় ওমরাহ পালন শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।

ভিডিও দেখুন: