ফারইস্ট লাইফের এমডিকে অপসারণ

প্রকাশিতঃ 8:45 pm | September 15, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হেমায়েত উল্লাহকে অপসারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বুধবার (১৫ সেপ্টেম্বর) আইডিআরএ ফারইস্ট লাইফের চেয়ারম্যান মুহাম্মদ রহমতউল্লাহকে চিঠি দিয়ে এ অপসারণের কথা জানায়। হেমায়েত উল্লাহকেও চিঠির অনুলিপি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বীমা আইন ২০১০ এর ৫০ ধারা মোতাবেক বীমা পলিসি গ্রাহকের স্বার্থ নিশ্চিত করার জন্য ফারইস্টের ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত উল্লাহকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে অপসারণ করা হলো।

তবে শর্ত থাকে যে, উক্ত অপসারণ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উল্লাহকে কোম্পানির আর্থিক অনিয়ম ও অন্যান্য অনিয়মের দায় থেকে অব্যাহতি দেবে না। ভবিষ্যতে প্রধান নির্বাহী পদে দায়িত্বকালীন কোনো রকম অনিয়ম উদঘাটিত হলে তার সম্পূর্ণ দায়ভার মোহাম্মদ হেমায়েত উল্লাহর ওপর বর্তাবে।

পাশাপাশি কোম্পানির জরুরি ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য বীমা আইন ২০১০ এর ৮০ (৪) মোতাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যাহতির পর নিম্ন পদের কর্মকর্তাকে চলতি দায়িত্ব দিতে বলেছে আইডিআরএ।

চিঠিতে আইডিআরএ আরও বলছে, বিমা আইন-২০১০-এর ৫০ ধারা অনুযায়ী বিমা পলিসি গ্রাহকের স্বার্থ নিশ্চিত করতে ফারইস্টের হেমায়েত উল্লাহকে ১৬ সেপ্টেম্বর থেকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। তবে অপসারণ করাকালীন কোম্পানির আর্থিক অনিয়ম ও দুর্নীতি থেকে তিনি অব্যাহতি পাবেন না। এছাড়াও হেমায়েত উল্লাহ মুখ্য নির্বাহী কর্মকর্কতা থাকাকালীন সময়ের কোনো দুর্নীতির তথ্য ভবিষ্যতে বের হয়ে এলে তার দায়ভারও তাকেই বহন করতে হবে।

মোহাম্মদ হেমায়েত উল্লাহকে তার পদ থেকে অপসারণের পর কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তার নিচের পদের কর্মকর্তাকে চলতি দায়িত্ব দিয়ে কোম্পানির কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিতে বলেছে আইআরডিএ। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে একজন যোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিতেও ফারইস্ট চেয়ারম্যোনকে নির্দেশ দেওয়া হয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল