আইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিতঃ 12:20 pm | October 18, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কিংবদন্তী সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সৌদি আরবের মক্কা থেকে শোক প্রকাশ করেন তিনি।

আজ সকাল ১০ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইয়ুব বাচ্চু। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে রংপুরে সংগীত পরিবেশন করে এলআরবি। অনুষ্ঠান শেষে রাত থেকেই শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন এই লিজেন্ডারি গিটারিস্ট। সকালে নিজের বাসায় ব্রেন স্ট্রোক করেন তিনি।

দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগেও অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন আইয়ুব বাচ্চু। এক মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও গানে ফিরেছিলেন তিনি।