আইসিটি অ্যাক্ট ভুঁইফোড়দের জন্য : পিআইবি ডিজি
প্রকাশিতঃ 10:00 pm | September 15, 2021
কালের আলো সংবাদদাতা:
গণমাধ্যম নয় আইসিটি অ্যাক্ট ভুঁইফোড়দের জন্য বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।
তিনি বলেছেন, বর্তমান সরকার যে আইসিটি অ্যাক্ট করেছে সেটা সত্যিকারের গণমাধ্যমের জন্য নয়, ভুঁইফোড়দের জন্য। এ জন্য ডিজিটাল নিরাপত্তা আইন ফেসবুক ও ভুঁইফোড় অনলাইনের প্রতি প্রয়োগ করা হচ্ছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি ও অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাফর ওয়াজেদ বলেন, সারাদেশে তথ্য প্রযুক্তির বিকাশ ঘটেছে। করোনকালেও আমরা প্রযুক্তির সহযোগিতা নিয়ে অনলাইনে সারাদেশের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা করিয়েছি।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চলনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, পিআইবির প্রশিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন প্রমুখ।
গত সোমবার (১৩ সেপ্টেম্বর) চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী এই কর্মশালায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কালের আলো/ডিআরবি/এমএম