আইয়ুব বাচ্চুর ফেসবুক প্রোফাইলে রিমেমবারিং

প্রকাশিতঃ 1:24 pm | October 18, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:

চলে গেলেন কিংবদন্তি সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় ব্যান্ড এলআরবি’র এই লিড গিটারিস্ট।

তার মৃত্যুতে শোকের আবহ নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। বাচ্চুর হঠাৎ চলে যাওয়া কিছুতেই মানতে পরছেন না তার ভক্তরা।

এরই মধ্যে আইয়ুব বাচ্চুর প্রোফাইলকে রিমেমবারিং করেছে ফেসবুক। বৃহস্পতিবার দুপুর ১২টার পর বাচ্চুর প্রোফাইলে রিমেমবারিং বা স্মরণীয় বার্তা দেখা যায়।

কালের আলো/ওএইচ