কুমিল্লায় মসজিদে আজান নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিতঃ 9:31 pm | September 17, 2021

কালের আলো সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগরে খুতবার আজান দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপ মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আবু হানিফ খান (৩৮) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামের বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

উপজেলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে বাইতুন নুর জামে মসজিদে সাপ্তাহিক বয়ান শেষে মোয়াজ্জিন খুতবার আজান দিতে দাঁড়ালে মুসল্লিদের মধ্যে বিভক্তি (সুন্নি ও রেজভি) দেখা দেয়। এ সময় রেজভি ভক্তরা দাবি করেন, মসজিদের বাইরে খুতবার আজান দিতে হবে। এ নিয়ে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। ।

এ ঘটনায় দুই গ্রুপের অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে হানিফ খান, ইমন খান ও আবুল খায়েরকে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হানিফ খানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইমন খান ও আবুল খায়েরকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মসজিস কমিটির সহ-সভাপতি হাবিব খান বলেন, দীর্ঘ ২৪-২৫ বছর যাবত মসজিদে জুমার নামাজে খুৎবার আগে দেওয়া আজান ঈমামের সামনেই দেওয়া হচ্ছিল, কিন্তু রেজভীয়া গ্রুপ বরান্দায় আজান দেওয়ার প্রথা কেন চালু করেছে। তার প্রতিবাদ করতেই পরিকল্পিতভাবে একদল লোক রামদা, লোহার রড, লাঠিসোটা নিয়ে মুসল্লিদের ওপর অতর্কিত হামলা চালায়।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, আজান নিয়ে বিরোধে এ হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহীন ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় মসজিদ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কালের আলো/আরএস/এমএইচএস