প্রেমিকার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করল প্রেমিক
প্রকাশিতঃ 4:39 pm | October 18, 2018
কালের আলো ডেস্ক:
বিয়েতে অসম্মতি, ডাক্তার প্রেমিকার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করল শিক্ষক প্রেমিক
প্রেমিককে প্রত্যাখ্যান করে মা-বাবার কথা মেনে নেওয়ায় এক ডাক্তার প্রেমিকাকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করেছে শিক্ষক প্রেমিক। ঘটনা কাজাখস্তানের।
জানাযায়, দুই জন প্রেম করে সংসার করতে চাইলে সেখা বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকার পরিবার। এর পর প্রেমিককে প্রত্যাখ্যান করে প্রেমিকা, ফলে এ ঘটনা ঘটিয়ে নিজেও আত্মহত্যা করতে চেয়েছিল প্রেমিক।
সংবাদ মাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, সম্প্রতি কাজাখস্তানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা জুনিয়র ডাক্তার নাজারকে বেকজোনোভাকে (২১) বিয়ের প্রস্তাব দেন শিক্ষক শিনজিস বিকেনোভ (২৬)। কিন্তু প্রেমিকা তা প্রত্যাখ্যান করেন। কারণ প্রেমিকার পিতা-মাতা চান না তিনি ওই শিক্ষককে বিয়ে করুক।
এরপর অতিশয় ক্ষুব্ধ প্রেমিক ওই ডাক্তারের দেহ থেকে মাথা আলাদা করে দেন। যখন ওই শিক্ষক হত্যাকাণ্ডটি ঘটান তখন প্রেমিকা তার নিজের একটি প্রাইভেটকারে ছিল। তাই ঘটনাটি কেউ বুঝতে পারেনি। এরপর একটি নোট লিখে নিজের দেহে নিজেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু ঘটনাক্রমে তিনি বেঁচে যান।
কালের আলো/ওএম