বেনাপোলে ১৫ দফা দাবি আদায়ে ট্রাক শ্রমিকদের কর্মবিরতির
প্রকাশিতঃ 4:55 pm | September 21, 2021

কালের আলো সংবাদদাতা:
বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইমমুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ ঘণ্টা কর্মবিরতির ডাকে বেনাপোল বন্দরে কাঁচামাল ছাড়া সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে সারাদেশের মতো বেনাপোল বন্দরেও কর্মবিরতি পালন করছে বেনাপোল ট্রান্সপোট মালিক সমিতি ও ট্রাক শ্রমিক সংগঠনের নেতারা।
ধর্মঘটের কারণে বেনাপোল বন্দরে আজ সব ধরনের পণ্যের খালাস বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সদস্য ঝিকরগাছা, বেনাপোল ট্রাকমালিক সমিতির সভাপতি আলহাজ্ব শামছুর রহমান।
তিনি বলেন, সড়কে পুলিশী হয়রানি বন্ধসহ তাদের দাবীকৃত ১৫ দফা দাবি বাস্তবায়িত না হলে তারা ধর্মঘট চালিয়ে যাবে।
এদিকে, ধর্মঘট চলায় বেনাপোল বন্দরের শ্রমিকরা অলস সময় কাটাচ্ছে। আজ সকাল থেকে বন্দরে কোনো মালামাল লোড হয়নি।
কালের আলো/আরএস/এমএইচএস