রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ৮ জনের মৃত্যু
প্রকাশিতঃ 12:55 pm | September 22, 2021

কালের আলো সংবাদদাতা:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গে সাতজন মারা যান।
বুধবার (২২ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৩ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩২২টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ।
কালের আলো/আরএস/এমএইচএস