বার্সেলোনার হোঁচট, চাকরি হারাতে পারেন কোম্যান
প্রকাশিতঃ 9:59 pm | September 24, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
জিততেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সর্বশেষ ক্যাডিজের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কোচ রোনাল্ড কোম্যানের মুণ্ডুপাতও চলছে একই সঙ্গে। বার্সাকে জয় এনে দেয়ার দায়িত্বই কী তিনি ভুলে গেলেন? এমন প্রশ্নও তোলা হচ্ছে। গত তিন ম্যাচে তো বার্সার অবস্থা খুবই খারাপ।
এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, কোম্যানকে সম্ভবত বিদায়’ই করে দেবেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। কারণ, এমনিতে সভাপতির সঙ্গে সম্পর্ক মোটেও ভালো নেই কোচ কোম্যানের। অনেক আগে থেকেই বার্সা সভাপতি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কোচ পরিবর্তন করবেন।
কোম্যানের বরখাস্তের কথা যখন উঠছে তখন বার্সার ভবিষ্যৎ কোচের নামটাও সামনে নিয়ে আসছেন অনেকে। এ দৌড়ে নিঃসন্দেহে এগিয়ে থাকবেন ইন্টার মিলানের সাবেক কোচ কন্তে। কেননা এখন কোনো ক্লাবের সঙ্গে আবদ্ধ নন তিনি। ইতালির ক্লাবটিকে লিগ জিতিয়ে এ বছরের মার্চেই অব্যাহতি নিয়েছেন তিনি, সেটাও ক্লাবের অভ্যন্তরীণ সমস্যার কারণে। এর আগে কোচিং করিয়েছেন চেলসি, ইয়্যুভেন্তাস, আটালান্টার মতো দলগুলোকে। কন্তে কোচ ছিলেন ইতালি জাতীয় দলেরও।
মার্টিনেজ এখন বেলজিয়াম দলের সঙ্গে চুক্তিবদ্ধ। সে ক্ষেত্রে তার বার্সার সঙ্গে সম্পর্ক গড়ার সম্ভাবনা একটু কমই, তবু দুইপক্ষ চাইলে গাঁটছড়া বাঁধতে কতক্ষণ! ২০১৬ সাল থেকে বেলজিয়ামকে নির্দেশনা দিচ্ছেন মার্টিনেজ, এর আগে কোচিং করিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনসহ আরও বেশ কয়েকটি দলে। অন্যদিকে জাভি ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে কাতারি ক্লাব আল সাদের কোচের পদে আসীন হন। ফলে অভিজ্ঞতায় অন্য দুই সম্ভাব্য কোচের তুলনায় খানিকটা পিছিয়েই রয়েছেন ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী তারকা।
কালের আলো/আরএস/এমএইচএস