দুই ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ কোম্যান
প্রকাশিতঃ 1:11 pm | September 25, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
কাদিজের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে বিরতির পর চার মিনিটের ব্যবধানে বাজে দুটি হলুদ কার্ড খেয়ে বসেন ফ্রেঙ্কি ডি জং। শিষ্যের এমন শাস্তিতে ক্ষোভে ফেঁটে পড়েন কোচ রোনাল্ড কোম্যান।
ম্যাচের শেষ দিকে সার্জিও বুসকেটস হলুদ কার্ড দেখলে তর্কে জড়িয়ে পড়েন কোম্যান। এবার আর পার পাননি তিনি। মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। লাল কার্ডের জন্য কোচ কোম্যানকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে লা লিগা কর্তৃপক্ষ। ফলে লেভান্তে ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই ম্যাচে বার্সার ডাগআউটে থাকতে পারবেন না কোম্যান।
এ ঘটনায় ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন কোম্যান। তিনি বলেন, তারা আমাকে ডাগআউট থেকে বের করেছে কারণ আমি রেফারিকে যৌক্তিক কারণ দেখিয়েছিলাম। বলেছিলাম খেলা বন্ধ করতে। এখানে তারা কিছু না করতেই লাল কার্ড দেখিয়ে বের করে দেয়। আমরা এটি নিয়ে আর কথা বাড়াতে চাই না।
এদিকে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগআউটে কোচকে পাবে না বার্সেলোনা। ঘরের মাঠে লেভান্তে এবং বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দর্শকসারিতে বসেই খেলা দেখতে হবে বার্সা কোচকে।
২০২২ সালের জুন নাগাদ রোনাল্ড কোম্যানের সঙ্গে চুক্তির মেয়াদ বার্সেলোনার। সাম্প্রতিক সময়ে দু’পক্ষের সম্পর্কটা অতটা ভালো যাচ্ছে না। এরই মধ্যে ঘটে যাওয়া এই ঘটনা আরও দুশ্চিন্তা বাড়িয়েছে কোম্যানের।
এদিকে লা লিগায় আবারও পয়েন্ট খুইয়েছে কাতালানরা। দুর্বল কাদিজের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কোম্যান শিষ্যরা। এ ড্রয়ে টেবিলের ৭ নম্বরে পড়ে রইল বার্সা।
কালের আলো/আরএস/এমএইচএস